মোঃ সেলিম মিয়া
(সকল বিক্রয় শিল্পীদের কে উৎসর্গ)
“”””””””””””””””””””””””””
ভালোবাসার স্বাদ ভুলে গেছি আজ,
আমি যে সেলস ম্যান?
কাজের প্যারা বসের ঝারি হেনস্তায় ধ্যান জ্ঞান!
সেলস এর পেশা কাজে শুধু নেশা
বাইরের জগৎ ছিন্ন।
সংসার সুখ ভুলে গেছি দুঃখ আমি যে নগন্য!
কাছের স্বজন ভুল বুঝে নেয় আড়ি,
আমি নাকি একাই করি চাকরির কারবারি?
কাক ভোর উঠে সারাদিনের প্লাণ,
হবে কি টার্গেট থাকবে কি মান?
সকাল সন্ধ্যা রিপোর্ট কত আছে জবাব দিহি?
মন্দ কাজে গাল মন্দ ভালো কাজে হাত তালি।
ঝড় বৃষ্টি রোদের ঠাঠা নাহি অজুহাত,
দিনের শেষে এ্যাচিভমেন্ট স্বস্তির সু-বাতাস !
কষ্টের মাঝেও আছে সুখ যতো হালাল কামাই ভাই,
নিজের ভাগ্যের নিজেই কারিগর
আপনার মতামত লিখুন :