আলফাডাঙ্গায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মনিরুল হকের সংবর্ধনা।


প্রকাশক প্রকাশের সময় : জুন ৮, ২০২৪, ৩:৩৩ PM /
আলফাডাঙ্গায় নব নির্বাচিত  উপজেলা চেয়ারম্যান   কাজী মনিরুল হকের সংবর্ধনা।

গোলাম আজম মনির,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় নব নির্বাচিত আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মনিরুল হকের  সংবর্ধনা দিয়েছেন আলফাডাঙ্গা পৌর আওয়ামীলীগ।  ৮ জুন শনিবার রাতে আলফাডাঙ্গা পরিবহন বাস স্টান্ডে আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামিলীগের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাবেক কমিশনার খান মিজানুর রহমানের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন  নব-নির্বাচিত চেয়ারম্যান কাজী মনিরুল হক। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম সোজা, সহ সভাপতি আব্দুর রউফ তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, বুড়াইচ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, বানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফ হারুন অর রশিদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কমিশনার এনায়েত হোসেন, যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ-দৌলা রানা, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান জিকো প্রমুখ।

কাজী মনিরুল হক গত ৫জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ফরিদপুরের  আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে  মটর সাইকেল প্রতিক নিয়ে  বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।