জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। দীর্ঘ দিন কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার পরে,১৩ জন শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে।২০শে মে (সোমবার), নারায়গন্জ শিল্প কলা একাডেমিতে। প্রশিক্ষণ প্রাপ্তি শিক্ষার্থীরা প্রশিক্ষণ শেষে তাদের মুল্যবান মতামত প্রকাশ করে। তাদের মধ্যে একজন বলে বিনা মুল্যে এতো যত্ন সহকারে প্রশিক্ষণ দিবে বুঝি নি,তবে তাদের যত্নে এবং আমাদের আগ্রহে অল্প সময়ের মধ্যে আমরা প্রশিক্ষণ টা সম্পুর্ন করতে পেরেছি। এবং তারা যে কোর্স শেষে সনদের ব্যবস্থা করেছেন এতে আমরা উপকৃত, কারন এটাই আমাদের শিক্ষার প্রমান। এমন সংগঠনের জন্য শুভ কামনা জানাই।এভাবে প্রশিক্ষণ দিলে কেও আর সমাজে অবহেলিত থাকবে না। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান (সিভিল সার্জন নারায়ণগঞ্জ)
তিনি বলেন – নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেছেন, মানুষের সেবা করতে হলে আগে ভালো মানুষ হতে হবে। মানুষের সেবা করতে হলে মানুষকে ভালবাসতে হবে। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব।
উদ্বোধক হিসেবে রশেছেন -ড.রুমন রেজা (অধ্যক্ষ নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়) প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-এম এ রাসেল (উপদেষ্টা, জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – রুনা লায়লা, শাহাদাত হোসেন শ্যামল, জামাল উদ্দিন সবুজ, মোহাম্মদ শাহীন, কাজী মেফতাহ উদ্দিন জসিম (প্রতিষ্ঠাতা জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন)।সহ জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন সদস্য বৃন্দ। এখানে বেকারত্বদের জন্য রয়েছেন সপূর্ণ বিনামুল্যে আত্মকর্মসংস্থান এর ব্যবস্থা, মুসলিম বাচ্চাদের জন্য রয়েছে কোরআন শিক্ষা,কিশোরদের জন্য রয়েছে কম্পিউটার শিক্ষা। এবং নারীদেরকে সাবলম্বী করার জন্য রয়েছে সেলাই প্রশিক্ষণ। এই সংগঠনের মুল কাজ সৃষ্টির সকলের কল্যানে।সকলের ভালোবাসা এবং সহযোগিতা এই সংগঠন অনেক দূর পযন্ত এগিয়ে যাবে, এবং এই সংগঠন এর জন্য শুভ কামনা করে,অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :