জেলা পুলিশ,মুন্সীগঞ্জ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান


মোঃ সুমন হোসেন প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৪, ১২:৫৪ PM /
জেলা পুলিশ,মুন্সীগঞ্জ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ

“মুক্তিযুদ্ধে পুলিশ ছিলো অগ্রভাগে,আগামীতেও সামনে রবে” – এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে শহিদ কনস্টেবল বোরহান উদ্দিন খান মিলানায়তনে জেলার সকল অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার,পুলিশ সুপার,মুন্সীগঞ্জ।

স্বাধীনতা যুদ্ধে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ বাহিনী।যে সকল পুলিশ সদস্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো তাঁদের জন্য আজ বাংলাদেশ পুলিশ গর্বিত।সেই সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণের পরিবারবর্গের পাশে থাকবে মুন্সীগঞ্জ জেলা পুলিশ এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন পুলিশ সুপার।

আলোচনা সভায় শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের অনেক সদস্য তাদের স্মৃতিচারণ করেন।

এসময় সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব ফিরোজ কবির।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ ও শহিদ বীর মুক্তিযোদ্ধাগণের পরিবারবর্গ।