বিশেষ প্রতিনিধিঃ
দৈনিক রূপালি বাংলাদেশ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ উপলক্ষে পঞ্চগড়ে র্যালি,আলোচনা সভা,ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।রবিবার (২০ অক্টোবর) দুপুরে পত্রিকাটির পঞ্চগড় প্রতিনিধি ইনসান সাগরেদের আয়োজনে পঞ্চগড় প্রেস ক্লাব থেকে একটি র্যালি বের করা হয়,যা পঞ্চগড় সিনেমা হল সড়ক ঘুরে প্রেস ক্লাবে এসে শেষ হয়।
র্যালি শেষে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় প্রেস ক্লাবের আহ্বায়ক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দার।প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আদম সুফি,সদর থানা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন,জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস শেখ,জেলা মহিলা দলের সভানেত্রী আরজু মান্দ বানু মুক্তি, এবং আরও অনেকে।
বক্তারা বলেন,গণমাধ্যম কর্মীরা জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।তারা অন্যায়,কৃষ্টি,ইতিহাস,ঐতিহ্য এবং সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে উদ্বোধনী সংখ্যাটি উদযাপন করা হয়।উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম,চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,RTV এর প্রতিনিধি হারুন অর রশীদ,ইনকিলাব প্রতিনিধি সম্রাট হোসেইন সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক রূপালি বাংলাদেশ পত্রিকা পঞ্চগড়ে তার যাত্রা শুরু করলো।উপস্থিত অতিথি ও গণমাধ্যম কর্মীরা পত্রিকাটির উন্নয়ন ও অগ্রগতির প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন।
আপনার মতামত লিখুন :