মুন্সীগঞ্জের গজারিয়ায় ২৩০কেভি বৈদ্যুতিক লাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তনের দাবিতে মানববন্ধন


মোঃ সুমন হোসেন প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৫, ২:৩৩ PM /
মুন্সীগঞ্জের গজারিয়ায় ২৩০কেভি বৈদ্যুতিক লাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তনের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়  ২৩০কেভি বৈদ্যুতিক লাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তন করে অন্য জায়গা দিয়ে লাইন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে ভুক্তভোগী জমির মালিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী জমি মালিক শাহ আলম বলেন,সরকার বৈদ্যুতিক লাইন নিচ্ছে সেখানে আমাদের সমস্যা নাই।আমাদের দাবি লাইনটা তারা অন্য কোন জায়গায় দিয়ে নিক।বর্তমান অ্যালাইনমেন্ট অনুযায়ী লাইন টানা হলে আমাদের জমিতে আমরা বাসাবাড়ি করে থাকতে পারবো না।এই জমি ছাড়া আমাদের অন্য কোন জমি নাই।সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আমরা ভূমিহীন হয়ে যাব।

আরেক ভুক্তভোগী জমি মালিক নূর আলম বলেন,গত দুই একদিন আগে হঠাৎ করে শুনতে পেলাম আমার জমির উপর দিয়ে বৈদ্যুতিক লাইন যাচ্ছে।বিষয়টি সম্পর্কে আগে থেকে আমাকে অবগত করা হয়নি।সরকারের কাছে আমাদের দাবি আপনারা অন্য জায়গায় দিয়ে লাইনটি নিন তাহলে আমরা তিন ফসলি জমিতে চাষাবাদ করে বেঁচে থাকতে পারবো’।

খবর নিয়ে জানা যায়,মেঘনা ঘাট এলাকার পাওয়ার প্লান্ট থেকে কুমিল্লার মেঘনা উপজেলায় নির্মণাধীন একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ২৩০ কেভি ফোর সার্কিট সঞ্চালন লাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি)।তবে প্রস্তাবিত অ্যালাইনমেন্ট অনুযায়ী লাইন নির্মাণ করছে গজারিয়া উপজেলার কয়েক’শো মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে জানা যায়।

উল্লেখ্য,বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিধিমালা ২০২০ অনুযায়ী ২৩০ কেভি বৈদ্যুতিক লাইনের উন্মুক্ত তার হইতে নূনতম নিরাপদ দূরত্ব ৪.৬০ মিটার।অ্যালাইনমেন্ট অনুযায়ী রাইট অফ ওয়ে উভয়দিকে ২০ মিটার করে।এই নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক লাইনের উভয় পাশে ন্যূনতম ২০ মিটারের মধ্যে কোন ভারী কোন স্থাপনা থাকতে পারবে না।তবে প্রস্তাবিত এলাইনমেন্টে ২০ মিটারের কম দূরত্বে আকিজ গ্রুপের একটি পেপার মিলসহ ব্যক্তি মালিকানার কিছু স্থাপনা রয়েছে।