মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে যুবলীগ ও মহীলা লীগের দুই কর্মী আটক


মোঃ সুমন হোসেন প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৪, ৭:৩৫ AM /
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে যুবলীগ ও মহীলা লীগের দুই কর্মী আটক

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে যুবলীগ ও মহিলা লীগের দুই কর্মীকে আটক করেছে টংঙ্গীবাড়ী থানা পুলিশ।

আটক কৃতরা হলেন- উপজেলার যশলং ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও মহিলালীগের সভানেত্রী সাহিদা বেগম‌।

রফিকুল ইসলাম যশলং ইউনিয়ন বাঘিয়া গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে সাহিদা বেগম যশলং গ্রামের নাসির মালতের স্ত্রী।তাদেরকে মঙ্গলবার দীবাগত রাত ৩ টার দিকে টংঙ্গীবাড়ী থানা পুলিশের সহযোগিতায় নিজ নিজ বাড়ি হইতে তাদেরকে গ্রেফতার করা হয়।

টংঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মহিদুল ইসলাম জানান মুন্সীগঞ্জ সদর থানা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।