স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সরকার পতনের এক দফা দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে ঢাকা শহীদ মিনার এলকায় মাথায় গুলি লেগে নিহত ঘটনায় মিরকাদিম পৌর ছাত্রদলের নেতা সদস্য সচিব শাহরিক চৌধুরী মানিক এর পিতা আনিছ চৌধুরী ৮৭ জন কে আসামী করে আরও অজ্ঞাতনামাসহ বংশাল থানায় এ মামলার এজাহারভূক্ত দায়ের করেন বাদী সি.আর মামলার নং ১৫৫৮।
এ মামলার এজাহারভুক্ত উল্লেখ্য প্রধান আসামি করা হয়েছে, মিরকাদিম পৌরসভার আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন এছাড়াও পঞ্চসার ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা,মুন্সীগঞ্জ -৩ সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব,পঞ্চসার ইউনিয়ন চরমুক্তার পুর আরশ দেওয়ান,পঞ্চসার ইউনিয়ন গোলাম কিবরিয়া,গজারিয়ায় উপজেলা মনসুর আহমেদ খান জিন্নাহ,শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম,সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন, মিরকাদিম পৌরসভার রামগোপাল পুর আসাদুজ্জামান কানন, মিরকাদিম পৌরসভার কালিন্দী পাড়া জিয়া উদ্দিন আহমেদ পিন্স (খোকা),মিরকাদিম পৌরসভার রামগোপাল পুর পল্লব, মিরকাদিম পৌরসভার রামগোপাল পুর বিল্লাল হোসেন, মনিরুজ্জামান শরিফ,ডেনি,কুত্তা সাগর,খোকন ফকরি, আকমল মৃধা,সাওর,প্রমুখ।
ইতিপূর্বে উল্লেখ্য গত ৫ আগস্ট ঢাকা মেডিকেল হাসপাতাল সংলগ্ন চানখারপুর পুলিশের গুলিতে শাহরিক চৌধুরীর মানিক নিহত হয়।
এবিষয়ে মিরকাদিম পৌরসভার বিএনপির সেক্রেটারি ওবায়দুর রহমান বকুল জানান,মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে শাহরিক নিহত ঘটনায় আমরা তিব্র নিন্দা প্রতিবাদ জানাই নেতাকর্মীরা।
এবিষয়ে বংশাল থানার গোয়েন্দা-ওয়ারী বিভাগে
ওসি আতিকুর রহমান বলেন,সার্বক্ষণিক তদন্তে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার করার চলমান রয়েছে বলে এতথ্যটি নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :