স্টাফ রিপোর্টারঃ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে বিএনপি সমর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।শনিবার ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে।এতে গুলিবিদ্ধ জরিনা বেগম (৪০),দিদার মিয়া (৩৫) ও আমেনা বেগম (২২)-সহ ৫ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর গুলিবিদ্ধ অপু খাঁ (১৬) ও ইব্রাহিম খাঁ (১৪) অন্যত্র গোপনে চিকিৎসা নিচ্ছে।গ্রামবাসীর জানান,মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও একই ইউনিয়নের শামারচর গ্রামের বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো।শনিবার ভোর ৬ টার দিকে চরডুমুরিয়া গ্রামে হামলা করে আওলাদ মোল্লার লোকজন।এরপর রহিম মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে সাংবাদিবদের বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।তিনি বলেন,সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহরিয়ার হাফিজ জানান,গুলিবিদ্ধসহ ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল রেফার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :