মুন্সীগঞ্জে পিটিআইয়ের প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠান


মোঃ সুমন হোসেন প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৪, ১২:১৪ PM /
মুন্সীগঞ্জে পিটিআইয়ের প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে পিটিআইতে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দূপুর ১টায় পিটিআইয়ের হলরুমে প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানটি আয়োজন করে মুন্সীগঞ্জ প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুল জান্নাত।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আমিনুল ইসলাম।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক ও পিটিআইয়ের ইন্সট্রাক্টর খলিলুর রহমান,রফিকুল ইসলাম,মোঃ গোলাম মিল্লাত,নূরুল হুদা,সঞ্চিতা জামান ও নূরুন নাহার,উম্মেহানী মৌসুমী।এবারের শিক্ষাবর্ষে এখান থেকে ৮৬জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী শিক্ষক আব্দুর রহিম ও গীতা থেকে পাঠ করেন গীতা দাস।প্রশিক্ষণার্থী শিক্ষক মোঃ মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিটিআইয়ের সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ রফিকুল ইসলাম।প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে স্মৃতিচারণ করেন প্রশিক্ষণার্থী শিক্ষক মোঃ রকিবুল আইয়ুব,সোহানা আক্তার ও সাদিয়া সুলাতানা।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পিটিআইয়ের ইন্সট্রাক্টর শরীফ উদ্দিন।