স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেছে রশুনিয়া ইউনিয়ন বিএনপি ও এর ভ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।রশুনিয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার ৯ ডিসেম্বর বেলা ১১ টার দিকে উপজেলার সিরাজদিখান বাজার ও এর আশপাশের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
পরে সিরাজদিখান বাজারস্থ চোকদার মার্কেট সংলগ্ন স্থানে পথসভার আয়োজন করা হয়।উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো:আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতাহার হোসেন,রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী,উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ শিকদারসহ আরো অনেকে।এ সময় রশুনিয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :