স্টাফ রিপোর্টারঃ
আগামী ১৫ জুলাই সোমবার মুন্সীগঞ্জের সিরাজদিখানের খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্ণিং বডি নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দিতা করার লক্ষ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জোবায়ের আলম।
রবিবার ৩০ জুন উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আলী আশরাফের নিকট হতে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
স্থানীয়রা মনে করেন জোবায়ের আলম একজন শিক্ষিত, সৎ ও আদর্শবান এবং সুন্দর মনের পরিচ্ছন্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি।জুবায়ের আলম অত্র প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগতমান উন্নয়নের ব্যাপারে একজন পরামর্শদাতা হিসেবে কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে বিশ্বাস করেন।খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজ মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
আপনার মতামত লিখুন :