লেখক -মোঃ সেলিম মিয়া
“””””””””””””””””””””””””””””””””
আমাদের দেশটা সবে মিলে গড়ি,
হিংসা বিভেদ মন থেকে ভুলি।
নবীন প্রজন্মের যৌক্তিক দাবি
দেশ হবে কোটা মুক্ত যোগ্য মেধার কারবারি।
১১দফা দাবীতে উত্তাল ছাত্র,
কোটা মুক্ত দেশ হবে মেধা কেন ধ্বংস?
শেখ হাসিনার সরকার চালায় গুলি,
রক্ত ভেজা রাজপথ তাজা প্রাণের বুলি!
আবু সাঈদ মুগ্ধ ফারহানদের লাস,
স্বৈরাচারী শাসক হাসিনা জাতির চোখে ত্রাস!
সারাদেশ ফুসলে ওঠে শাসক হাসিনা খুঁনি।
আন্দোলনের তীব্র রুপ পদত্যাগের ধ্বনি,
জনতাই হবে ক্ষমতার উৎস মুক্ত হবে ভূমি।
আন্দোলনের তীব্র মুখে হাসিনা পালায় দেশ,
জাতি হয় কলন্ক মুক্ত
কোটার বৈষম্য শেষ!
সকল প্রকার দূর্নীতিতে জিরো টলারেন্স,
আইন চলবে নিজস্ব গতিতে পিছনে রইবেনা নেতার আদেশ।
মত প্রকাশে থাকবে স্বাধীনতা জনগণই ক্ষমতার উৎস,
দেশ হবে বিশ্ব নন্দিত সোনার বাংলা শীর্ষ!
আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি,
নবীন প্রজন্ম গড়বে দেশ শেষ ভরসায় দেশবাসী!!!য় দেশবাসী!!!
আপনার মতামত লিখুন :