স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে জাল জালিয়াতি মামলা চলমান থাকাকালীনে শ্রীনগর থানা কুকুটিয়া ইউনিয়ন বিবন্দী গ্রামে দেশের পরিস্থিতির সুযোগে বিবাদীরা খালি জমির উপর জোরপূর্বক খুঁটি স্থাপনা চালিয়ে ঘরবাড়ি তোলা দখলের অভিযোগ।
শনিবার বিকেলে ১০ই আগষ্ট সরজমিনে গিয়ে দেখা যায়, বিবাদীরা জোরপূর্বক খালি সম্পত্তির উপর জায়গায় গাছ কেটে আদালতে মামলা করা চলমান থাকা আসামী রমজান আলী নেতৃত্বে দেশের পরিস্থিতির সুযোগে জমির উপর খুঁটি স্থাপনা তুলে সন্ত্রাসী কার্যক্রম দলবল রেখে কোর্টে মামলা অমান্য করে এ সুযোগে দখল চালিয়ে যাচ্ছে।
আদালতে দুটি মামলা করা সূত্র: সি.আর মামলানং -২০২৪ধারাঃ১৪৮/১১৪/১৩৬/৩৬৭/৪৪৮/৪৪৯/৫০৬(ii)/৩০৭/৩২৩ দন্ড বিধি বাদনী বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশের পরিচিতি স্বনামধন্য হানা-গ্রুপের জয়েন্ট ভেঞ্চার জাপান ইন্ডাস্ট্রি চেয়ারম্যান হারুন অর রশিদ এর মা বলেন, সম্পত্তি আমাদের আমরা কাগজপত্র নিয়ে আদালতে মামলা করেছি কোর্ট বিষয়টি দেখবে হটাৎ দেশের পরিস্থিতি সুযোগে আমার জমির উপর হুমকি ধামকি ভয়ভীতি দিয়ে জোরপূর্বক খুঁটি স্থাপনা চালিয়ে দখল করে যাচ্ছে বিবাদীগংরা।
এবিষয়ে বর্তমান মুন্সীগঞ্জ শ্রীনগর থানা দায়িত্বরত সেনাবাহিনী আবু বক্কর সিদ্দিক বলেন,দেশের পরিস্থিতির নিয়ন্ত্রণ না আশা পর্যন্ত রাজনৈতিক কৌশলে এসুযোগে অবৈধ কোন কিছু স্থাপনা চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের ক্যাম্পে।
আপনার মতামত লিখুন :