লেখক-
মোঃ সেলিম মিয়া (সিংগাবরুনা-শেরপুর)
“””‘””””””””””””””””””””””””””””””
পুরুষ মানে সকল ত্যাগে বিসর্জনে সুখ,
পুরুষ মানে কষ্ট হজম হাসি মাখা মুখ।
পুরুষ মানে ক্লান্ত দেহ ক্লান্তির নাহি শেষ,
পুরুষ মানে বাঁচার সাহস নেই আকুতির রেশ।
পুরুষ মানে শাসন কর্তা নিরব শোষিত স্বামী,
পুরুষ মানে আত্মসম্মান সংসার গোলামী।
পুরুষ মানে সংসার সুখে কঠিন সংগ্রাম,
পুরুষ মানে চক্ষু জল শুকিয়ে যাবার ম্লান।
পুরুষ মানে ভাগ্যের চাকা ঘুরবে অবিরাম,
পুরুষ মানে সাদা রক্ত চোখের পরিত্রাণ।
পুরুষ মানে গাঁধার পিঠে মস্ত বড় বোঝা,
পুরুষ মানে কথার হজম চাঁপা দিয়ে পূজা।
পুরুষ মানে সকল আবদার পূরণ করার স্বাদ,
পুরুষ মানে সকল চিন্তা সমাধানের তাজ!
পুরুষ মানে কথার ঝুড়ি কানে বধির শব্দ,
পুরুষ মানে কথার হজম নিজের মুখ জব্দ।
পুরুষ মানে বট বৃক্ষ তপ্ত রোদের ছায়া,
পুরুষ মানে জন্ম পিতা বৃষ্টি রক্ষার ছাতা।
পুরুষ মানে অঙ্গ পুড়ে তিলে তিলে ছাই,
পুরুষ মানে সব বিলিয়েও প্রশ্নবোধক তাই❓
আপনার মতামত লিখুন :