স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মস্তোফা জামান সমুদ্রের পরিবার ও কারাবরণ করা ছাত্রী অনন্যাকে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে।গত সোমবার সন্ধায় উপজেলার সমবায় মার্কেটে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় থেকে এই সম্মাননা দেওয়া হয়।
সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমুদ্রের বাবা তাইজুল কাল,মা মাসুদা জামান,অন্যনা রহমান,অন্যার বাবা আতাউর রহমান, সিরাজদিখান রিপোর্টাস ইউনিটির সহ সভাপতি জমিরুল হক, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,কোষাধ্যক্ষ মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক রুবেল বেপারী,সাহিত্য সম্পদক এম ডানিয়াল রেজা আশরাফ,এ সময়ে উপস্থিত ছিলেন সিরাজদিখান রিপোর্টাস ইউনিটির তথ্য ও যোগাযোগ সম্পাদক বিশ্বজিৎ সরকার,বাংলা টিভি জেলা প্রতিনিধি রুবেল মাদবড়, সদস্য প্রান্তষ দেবনাথ,আল রাফি, সোভন সারোয়ার,আমিনুল ইসলাম লিপু,দ্বীন ইসলাম রিদয়,মোক্তার হোসেন,তানিয়া ইসলাম প্রিয়া,সুজন কৃষ্ণ দাস, বাবু,প্রমখ।
আপনার মতামত লিখুন :