নিজস্ব প্রতিবেদক ঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে জেলেদের জালে কুমির সদৃশ একটা প্রাণী ধরা পড়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার উপজেলার পবনবেগ গ্রামের সুধাংশু সহ আরো কয়েকজন জেলে নৌকা নিয়ে রাতে মাছ ধরেতে নদীতে জাল ফেলে। শেষ রাতের দিকে যখন জাল তুলতে গেলে তাদের জালে আটকা পড়ে বিলুপ্ত প্রায় মিঠাপানির কুমির সদৃশ এই প্রাণীটির। এটি দেখে জেলেরা আতংকিত হয়ে পড়েন। পাশের নৌকার অন্য জেলেদের সহযোগিতা মৃত প্রায় প্রাণিটিকে উদ্ধার করে দিগনগর ঘাটে নিয়ে আসেন তারা। প্রাণিটি লম্বায় আড়াই হাত। লেজ ও চোয়াল দেখে অনেকেই কুমির বলে ধারনা করছেন। আবার কেউ কেউ বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির ঘড়িয়ার হিসেবে দাবী করছেন। কুমির ধরা পড়ার খবরে উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করে গোপালপুর ইউনিয়নের দিগনগর ঘাটে। প্রায় অর্ধমৃত অবস্থায ধৃত হওয়া ও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় কারনে প্রনীটি মারা যায়।
এদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমির সদৃশ প্রাণীটির ছবি ও ভিডি ছড়িয়ে পড়েছে। প্রাণীটিকে কেউ কেউ মিঠা পানির কুমির ও বিলুপ্ত ঘড়িয়াল ধারনা করছেন। স্থানীয় জেলেরা জানান, এর আগেও তারা মধুমতি নদীতে কুমির ভাসতে দেখেছেন। এছাড়া মাঝে মধ্যে সামাজিক মাধ্যমেও মধুমতিতে কুমির ভেসে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। মধুমতিতে কুমির ধরা পড়ার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :