স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো:মনির হোসেন নান্নুকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের পুরাতন কাচারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ইন্সপেক্টর তদন্ত সজিব দে।তিনি জানান,গত ৪ আগস্ট জেলা শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত হন নুর মোহাম্মদ ওরফে ডিপজল সরদার (২২)। তার বাড়ি জেলা শহরের উত্তর ইসলামপুর এলাকায়।
এ ঘটনায় গত ৩০ আগস্ট নিহতের নানী শেফালি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।এ মামলায় গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মনির হোসেন নান্নু এজারহার নামীয় ২৬৮ নাম্বার আসামী।
আপনার মতামত লিখুন :