মুন্সীগঞ্জে ৩ কোটি ৯০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস


মোঃ সুমন হোসেন প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৪, ১:৫৫ PM /
মুন্সীগঞ্জে ৩ কোটি ৯০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগবাড়ি এলাকার একটি দোকানে তল্লাশি চালিয়ে ১৩ লক্ষ মিটার কারেন্ট জাল এবং ২০ পিচ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে পুলিশ।বুধবার(১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে একটি দোকানের গোডাউন হতে পরিত্যক্ত অবস্থায় জালগুলো উদ্ধার করা হয়।
এই সমস্ত জালের মূল্য তিন কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন নৌ পুলিশ।উদ্ধারের পর ওই জালগুলো বিকাল ৫ টার দিকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ ব্যাপারে মুক্তারপুর নৌ পুলিশ পরিদর্শক মোঃ লুৎফর রহমান বলেন,সদর উপজেলার বাগবাড়ি এলাকার একটি দোকানের গোডাউন হতে ১৩ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধারের পর বিকাল ৫ টার দিকে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।ওই দোকান হতে পরিত্যক্ত অবস্থায় মালগুলি উদ্ধার করা হয়।এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পাওয়া যায়নি।নাম ঠিকানাও জানা যায়নি।তিনি আরো বলেন,মুন্সীগঞ্জ সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম এর উপস্থিতিতে এ সমস্ত মালামাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস করা হয়।